আ. লীগকে পরগাছামুক্ত করার পরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৭, ০৪:১৩ পিএম

ঢাকা: নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে পরগাছামুক্ত করতে এবার অনুপ্রবেশকারী ঠেকানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা বর্ধিত সভা করছি। নতুন সদস্য নিচ্ছি, সদস্য রিনিইউ করছি। যাতে করে আমাদের মধ্যে কোনো প্যারাসাইট ঢুকতে না পারে, সে চেষ্টা করছি। তিনি বলেন, সমালোচকরা বড় বন্ধু। মোসাহেবিরা, চাটুকাররা বড় শত্রু। এর চেয়ে শত্রু কেউ নেই।

হেফাজতে ইসলামকে দিয়ে শাপলা চত্বরে আরেকটি অবরোধ গোপন ষড়যন্ত্র শেখ হাসিনার বাস্তববাদী কৌশলের কারণে ভেস্তে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের মন খুব খারাপ। আসলে মে মাসে তলে তলে তাদের আরেকটি শাপলা চত্বর বাস্তবায়নের চেষ্টা শেখ হাসিনার বাস্তববাদী কৌশলের কারণে ভেস্তে গেছে।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, যদি রাজনীতি করেন, তাহলে নির্বাচন আপনাদের অধিকার। এটা সুযোগ বা করুণা না। নির্বাচন কমিশনে এখন আপনাদের একজন, আমাদের একজন; লেভেল প্লেয়িং ফিল্ড।

যুবলীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সোনালীনিউজ/ঢাকা/জেএ