প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সরকার ব্যর্থ: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০১৭, ০৩:১৯ পিএম

ঢাকা: পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী আহমেদ।

রিজভী আহমেদ বলেন, টেকসই উন্নয়ন হলে দেশে এত বড় বিপর্যয় ঘটতো না। যদি সত্যিকার অর্থেই দেশে টেকসই উন্নয়ন হতো তাহলে এতোগুলো মানুষের জীবন যেতো না। হাজার হাজার মানুষ আশ্রয়হীন এবং তাদের কাছে কোন ত্রাণ পৌঁছেনি।

রিজভী আরো বলেন, ‘বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রস্তুতি ব্যর্থ। আসলে তারা উন্নয়ন নয়, তারা ব্যস্ত থাকে লুটপাটের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নয়নের কাজে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন