খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০১৭, ০৮:৪৪ পিএম

ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চালের দামের ঊর্ধ্বগতির জন্য সরকারের ‘অদক্ষতা ও দুর্নীতি’ দায়ী।

বিএনপি চেয়ারপারসন ঘোষিত ভিশন ‘টুয়েন্টি থার্টি’ নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদল আয়োজিত এক আলোচনায় তিনি এ দাবি করেন।

সরকার দেশ পরিচালনায় ব্যর্থ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকারি দলের লাগামহীন দুর্নীতির কারণে খাদ্যের দাম বেড়ে গেছে। দেশের মানুষ আজ খাবার নিয়ে বিপাকে পড়ছে। কিন্তু সরকার তা স্বীকার করতে চায় না।

মির্জা ফখরুল বলেন, সরকার নিজেদের অযোগ্যতা ও দুর্নীতি অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। তারা এখন বলে বেড়াচ্ছে চালের দাম বৃদ্ধির সাথে বিএনপির ব্যবসায়ীরা জড়িত। এমন সঙ্কটময় পরিস্থিতি তৈরি করার দায়ে খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এবং সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শওকত মাহমুদ, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ