আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই: শিল্পমন্ত্রী

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৭, ১২:১২ পিএম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইসলাম ধর্মকে যারা কলুষিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদের বরদাস্ত করবো না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলমত নির্বিশেষ আমরা এসব ধর্ম ব্যবসায়ীদের প্রতিরোধ করবো।

শনিবার (১৭ জুন) বিকেলে ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন হলরুমে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই। এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝিয়ে বিপথগামী করার চেষ্টা করছে। মাহে রমজান থেকে আমাদের ইসলাম ধর্মের সঠিক শিক্ষা নিতে হবে।

পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু শামীম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. হামিদুল হক, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল।

ইফতারে মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি এনএস কামিল মাদরাসার প্রভাষক ও গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক।


সোনালীনিউজ/ঢাকা/আকন