হাছান সমর্থকরা হামলা করেছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৭, ০২:২৩ পিএম

ঢাকা : রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটেছে তা স্থানীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদের সমর্থকরা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরী।

রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১০টায় রাঙ্গুনিয়ায় ইছাখালী হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘আমরা রাঙামাটির কাপ্তাই হয়ে ভোটঘরে ত্রাণ দিতে যাচ্ছি, এটা সবাই জানে। ৫০ থেকে ৬০ জন লোক লাঠিসোটা, রড, ছুরি, রামদা নিয়ে… কীভাবে যে পাথর মারছে আর গাড়ি ভাঙছে…। আমরা যে কীভাবে জীবন নিয়ে বের হয়ে আসছি, এটা বিশ্বাস করতে পারছি না। এ ধরনের আক্রমণ আমার জীবনে দেখি নাই। ’

আমীর খসরু বলেন, ‘হামলার সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয়। এখানে যে হামলার ঘটনা ঘটেছে, এটা অবিশ্বাস্য। কোনো সভ্য দেশে রাজনীতি যে এ পর্যায়ে আসবে, তা ভাষায় প্রকাশ করার মতো না। ’

এদিকে ঘটনাস্থলে থাকা রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহ আলমও দাবি করেন, ‘আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের সমর্থকরা এ হামলা চালিয়েছে। হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শুভসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলোপাতাড়ি মারধর করা হয়েছে। পাথর নিক্ষেপ করা হয়েছে।

এদিকে ঘটনার পর বিএনপির প্রতিনিধিদল রাঙামাটি না গিয়ে চট্টগ্রাম শহরে ফিরেছেন বলে জানা গেছে।

সোনালীনিউজ/এমটিআই