হামলার ঘটনায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নিন্দা

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৭, ০৭:৫৮ পিএম

ঢাকা: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

রোববার (১৮ জুন) বিকেলে নিন্দা জানিয়ে বিবৃতি দেন বারের সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিবৃতিতে জয়নুল আবেদীন বলেন, এ ধরনের হামলা বর্বরোচিত। আইনের শাসনের পরিপন্থি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহবানও জানিয়েছে সুপ্রিমকোর্ট বার।

সকাল সাড়ে ১০টার দিকে দুর্গত এলাকায় যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখিল এলাকায় বিএনপি মহাসচিবের গাড়ি বহরে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতা মাহবুবের রহমান শামীমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ