সঞ্চয়ের ওপর আবগারী শুল্ক ভয়াবহ জুলুম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০৬:৩৫ পিএম

ঢাকা: স্বল্প ও নিম্ন আয়ের মানুষের ব্যাংকে সঞ্চয়ের ওপর আবগারী শুল্ক বসানো অনৈতিক ও ভয়াবহ জুলুম বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এমন আবগারী শুল্কের কোনো আইনি ভিত্তি নেই।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আবগারী শুল্কের অর্থ হলো কাঙ্ক্ষিত নয় এমন পণ্যের ওপর শুল্ক ধার্য করা। এসব পণ্যকে নিরুৎসাহিত করার জন্যই আবগারী শুল্ক।

তিনি বলেন, বাজেট নিয়ে সরকারের যে তামাশা, তাতে সরকার কোনো গভীর সত্যকে লুকাতে চেষ্টা করছে। আর্থিক প্রতিষ্ঠান লোপাট এবং বেপরোয়া লুটপাটের সংস্কৃতি এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, তাতে জাতীয় অর্থনীতি শূন্য ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ