মশা মারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৯:৫৯ এএম

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অসুস্থ হওয়ার পর জনগণকে চিকিৎসা ও হাসপাতাল সেবা দেয়া, মশা মারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর বিএমএ ভবনে এক সেমিনারে একথা বলেন তিনি। পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ না করে এরোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব যেকোন অসুখ হলে সেবা করা। পরবর্তীতে কিভাবে বেঁচে থাকবে তার পরামর্শ দেয়া। কিন্তু চিকুনগুনিয়া বাহিত মশা মেরে ফেলা বা ব্রিডিং সেন্টার ধ্বংস করার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন