বিএনপির ত্রাণ আটকে দিয়ে সরকার তামাশা করছে: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০২:১৪ পিএম

ঢাকা: রোহিঙ্গাদের সহায়তা করতে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপির ত্রাণ আটকে দিয়ে সরকার প্রকারান্তরে রোহিঙ্গাদের সহযোগীতার নামে তামাশা করছেন। সরকার আন্তরিক হলে আমাদের ত্রাণ কার্যক্রম চালাতে বাধা দিতো না। তিনি বলেন, গণতন্ত্রের জন্য শান্তিতে অং সান সুচির নোবেল ফেরত নেয়া উচিত।

তিনি বলেন, সুচি ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেনাবাহিনীকে প্রশ্রয় দিচ্ছেন। হাজার হাজার রোহিঙ্গাদের হত্যা করে নাফ নদীতে ফেলে দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। বলেন, সরকারের বাধার পরেও বিএনপির একটি প্রতিনিধি দল ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সেখানে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর