দেশে নীরব দুর্ভিক্ষ আসছে : দুদু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১১:৩৮ এএম

ঢাকা : চালের মূল্য বৃদ্ধিতে দেশে নীরব দুর্ভিক্ষ আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, খাদ্য সংকট চলছে। ৭২-৭৫ সালের খাদ্য সংকটের সাথে এর মিল আছে। মোটা চালের দাম ৬০/৭০ টাকা হওয়ায় খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। সর্বস্তরের মানুষের খাদ্যাভাবে চারিদিকে হাহাকার উঠেছে। এই সরকার সব দিক থেকে ব্যর্থতা পরিচয় দিয়েছে।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামক সংগঠনের উদ্যোগে এই মানবন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কে এম রফিকুল ইসলাম রিপন।

এতে বক্তব্য রাখেন- ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই