দেশে খাদ্য সংকট নেই: খাদ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৭, ১০:০১ এএম

ঢাকা: দেশে কোনো খাদ্য সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মাত্রাতিরিক্ত বন্যায় ফসলহানির কারণে ধানের উৎপাদন কিছুটা কম হলেও তা আমদানি করে পূরণ করা হচ্ছে।

‍বুধবার (৪ অক্টোবর) সকালে রাজধানীতে খাদ্য নীতিমালা নিয়ে আন্তর্জাতিক ফুড পলিসি রিচার্স ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। নিরাপদ খাদ্য সরবরাহ সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, অকাল বন্যায় আমাদের ফসলহানি হয়েছে। হওরাঞ্চলে আমাদের ১০ লাখ মেট্রিকটন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের কোনো চাল সংকট নেই। আমাদের সংগ্রহে চাল রয়েছে।

বন্যায় ক্ষতির পরিমাণ পুষিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়ে তিনি আরো বলেন, চালের দাম নিয়ে অনেকেই কথা বলছেন। তবে আগে চালের দাম কিছুটা উর্ধ্বমুখী থাকলেও এখন নিম্নমুখী রয়েছে।

বর্তমান বাজার দাম নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, এখন মোটা চালের দাম ৪০ থেকে ৪৩ টাকা এবং চিকন চালের দাম ৫৫ থেকে ৫৬ টাকা। আমাদের যেমন ভোক্তাদের স্বার্থের কথা চিন্তা করতে হবে তেমনি চিন্তা করতে হবে উৎপাদনকারীদের কথা।


সোনালীনিউজ/ঢাকা/আকন