জামায়াতের হরতাল: গ্রেপ্তার ২১১

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০৯:০৯ পিএম

ঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। 
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

জামায়াতের আমির মকবুল আহমাদ, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।

বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকারের রক্তচক্ষু, হুমকি-ধামকি ও গ্রেপ্তার উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় আমি দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

মুজিবুর রহমান অভিযোগ করেন, হরতাল চলাকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, গাজীপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, চুয়াডাঙ্গাসহ সারা দেশে দলের ২১১ নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদ জানিয়ে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া শুক্রবার (১৩ অক্টোবর) নেতৃবৃন্দের মুক্তির জন্য দোয়া করার আহ্বানও জানান তিনি।

সোনালীনিউজ/জেএ