প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শামীম ওসমান

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ১০:০২ এএম

নারায়ণগঞ্জ: নির্ধারিত সময়ের মধ্যে ডিএনডি প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এসময় ডিএনডি বাঁধ সংস্কারে পাঁচশ ষাট কোটি টাকারও বেশি বরাদ্ধ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, এক বছর পর ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূর করতে প্রকৌশলীদের আহ্বান জানান।

নারায়ণগঞ্জ-৪ এর সংসদ সদস্য শামীম ওসমান বলেন, কষ্টের সীমা পার করেও কষ্ট পাচ্ছে ওই এলাকার প্রায় ২০ লাখ মানুষ। গত বছরের ৮ই আগস্ট একনেকে এটার কোনো এজেন্ডার ছিলোনা, তারপরও প্রধানমন্ত্রী নিজ এখতিয়ারে এটাকে এজেন্ডারে নিয়েছে, এবং প্রায় ৫৬০ কোটি টাকার ওপরে বরাদ্দ করা হয়েছে। এখানে কাজ শেষ থাকবে না, এখানে সুয়ারেজ লাইন করতে হবে। তাই সিটি কর্পোরেশনেরও সহায়তা করতে হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন