সংলাপে ডাক না পেয়ে ইসিতে ১৬ প্রস্তাবনা পাঠিয়েছে জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৭, ১২:৩৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে ইসির চলমান সংলাপে ডাক না পেয়ে আগামী সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর ১৬টি প্রস্তাবনা পাঠিয়েছে জামায়াত। 

বুধবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এতথ্য জানান।

তিনি বলেন, বিচারাধীন মামলার চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে জামায়াতকে তার নিবন্ধনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও নির্বাচনের ৭দিন আগে সেনাবাহিনী মোতায়নের করতে হবে।

জামায়াতের ১৬ প্রস্তাব
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের সময়ে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, পররাষ্ট্র, শিক্ষা, অর্থ ও তথ্য মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের চাহিদানুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণে বাধ্য রাখা, তফসীল ঘোষণার তারিখ থেকে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের বদলি এবং পদায়ন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভূক্ত রাখা, তফসিল ঘোষণার সময় মাঠ পর্যায়ে কর্মরত জেলা-প্রশাসক ও পুলিশ সুপারদের প্রত্যাহার পূর্বক তাদের স্থলে নূতন কর্মকর্তা পদায়ন করা, নির্বাচনের তারিখের কমপক্ষে ৯০ দিন পূর্বে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনের ৭ দিন আগে থেকে সেনাবাহিনী তথা প্রতি রক্ষাবাহিনী মোতায়েনের ব্যবস্থা করা, নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করা, ভোটার তালিকা হালনাগাদ করা, মনোনয়ন পত্র দাখিলের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিন, কাগজপত্র প্রত্যাহারের পর নির্বাচনী প্রচার প্রচারণার জন্য কমপক্ষে ২১ দিন সময় দেয়া, ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা, প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা।

সোনালীনিউজ/ঢাকা/এআই