আ.লীগ গণতান্ত্রিক বলেই বিএনপির এ সমাবেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৭, ১১:৩৭ এএম

ঢাকা: আওয়ামী লীগ গণতান্ত্রিক বলেই বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন- আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে বলেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সাথে নিয়ে অংশ নিতে চায় আওয়ামী লীগ।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর একথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নুর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন। নুর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে। এ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।   

কাদের বলেন, আমরা বললেও বিএনপি নির্বাচনে আসবে, না বললেও নির্বাচনে আসবে। তবে আমরা চাই, বিএনপির অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন।

১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এক অবিস্মরণীয় নাম শহীদ নূর হোসেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন