‘নির্বাচনে বিএনপি জোটেই থাকবে জামায়াত’

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৫:৪৭ পিএম

নীলফামারী: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে জোটে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ নভেম্বর) লালমনিরহাট যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, আমাদের জোট অটুট রয়েছে। এখনও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। তাই আগামী নির্বাচনে তারা আমাদের সঙ্গে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে ৪ নভেম্বর ১৪ নম্বর দল হিসাবে জামায়াত ইসির নিবন্ধন পায় এবং তাদের দাঁড়িপাল্লা প্রতীক দেয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী একই জোটে নির্বাচন করে। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে ২০১৩ সালে উচ্চ আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা হয়। এতে দলটি নির্বাচনে অযোগ্য হয়ে পড়ে। নিবন্ধন হারালেও দল হিসেবে এখনও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়নি।

সোনালীনিউজ/জেএ