তারেকের নামে লেখা ৩ বইয়ের মোড়ক উন্মোচন করলেন খালেদা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৭, ১১:০১ এএম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের নামে লেখা তিনটি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছেন।

গত শনিবার (১ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় নিজের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বইগুলোর মোড় উন্মোচন করেন।

বইগু‌লো হ‌লো- ১. তা‌রেক রহমান ও বাংলা‌দেশ ২. তা‌রেক রহমা‌নের রাজনী‌তি ও রাষ্ট্রভাবনা এবং, ৩. দী‌প্তিমান দেশনায়ক।

দ‌লের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর প‌রিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ব্যা‌রিস্টার জ‌মির উদ্দিন সরকার, ত‌রিকুল ইসলাম, মির্জা আব্বাস, গ‌য়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হো‌সেন চৌধুরী, মীর মোহাম্মদ না‌ছির উদ্দিন, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, অ্যাড‌ভোকেট খন্দকার মাহবুব হো‌সেন, অ্যাড‌ভোকেট জয়নুল আবেদীন, অ্যাড‌ভো‌কেট নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন, ‌চেয়ারপারসনের উপ‌দেষ্টা আমান উল্লাহ আমান, হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খা‌য়ের ভুইয়া, অধ্যাপক তাজ‌মেরী এসএ ইসলাম, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, সি‌নিয়র যুগ্ম-মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম-মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হোসেন আলাল, খায়রুল ক‌বির খোকন, হা‌বিব-উন-নবী খান সো‌হেল, সাংগঠ‌নিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সা‌লেহ প্রিন্স, বিল‌কিস জাহান শি‌রিন, শ্যামা ওবা‌য়েদ ও ‌কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা।

এছাড়াও দ‌লের কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, কামরুজ্জামান রতন, হা‌বিবুল ইসলাম হা‌বিব, আব্দুস সালাম আজাদ, শ‌হীদুল ইসলাম বাবুল, না‌জিম উদ্দিন আলম, নূ‌রে আরা সাফা, আফ‌রোজা আব্বাস, শি‌রিন সুলতানা, সুলতানা আহ‌মেদ, সানা উল্লাহ মিয়া, ওবায়দুর রহমান চন্দন, কাজী আবুল বাশার, হে‌লেন জেরীন খান, মু‌নির হো‌সেন, ভি‌পি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, সাংবা‌দিক সৈয়দ আবদাল আহ‌মেদ প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই