ছাত্রলীগের স্কুল কমিটি হচ্ছে না

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৭, ০১:২৮ পিএম

ঢাকা: দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রলীগের ‘স্কুল কমিটি’ গঠনের নির্দেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ে ছাত্রলীগের স্কুল কমিটি আপাদত হচ্ছে না। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র থেকে স্কুল কমিটি সংক্রান্ত ধারাটি বিলোপ করার বিষয়টি সংগঠনের আগামী বর্ধিত সভায় তোলা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এদিকে নির্দেশনাটিকে স্বাগত জানিয়ে একপক্ষের বক্তব্য, ‘ছাত্রলীগের মতো সংগঠনকে আরো আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

আবার অন্যপক্ষের বক্তব্য হলো, কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোর পর এখন কোমলমতি শিশু কিশোরদেরকে অপরাজনীতির হাতিয়ার বানাতে স্কুলে ঢুকার চেষ্টা করছে ছাত্রলীগ। খোদ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের মধ্যেই এ নিয়ে মতদ্বৈততা স্পষ্ট।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানিয়েছেন, স্কুল কমিটি করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হলেও মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে স্কুল পর্যায়ে ছাত্রলীগের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

গত ২১শে নভেম্বর স্কুল পর্যায়ে ছাত্রলীগের কমিটি করতে সকল সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি। এতে বলা হয়েছিল বঙ্গবন্ধুর আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার পাশাপাশী এবং ছাত্রলীগকে আরো গতিশীল করতে হবে। সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক তখন বলেছিল, গোপনে শিবির এবং জঙ্গিরা যে অপতৎপরতা চালাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে তা প্রতিরোধ করাও এর অন্যতম কারণ।

ছাত্রলীগের এ সিদ্ধান্তের পর সব মহলেই সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে কয়েকটি জায়গায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে তিনজন শিক্ষার্থী খুন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পিরোজপুরে একজন শিক্ষককে পেটানোর অভিযোগে স্কুল কমিটির সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।

এ অবস্থায় গত শুক্রবার ছাত্রলীগের এক আলোচনা সভায় স্কুল কমিটি করার সিদ্ধান্ত ঠিক হয়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের সাবেক সভাপতি ওবায়দুল কাদের।

এর পরই স্কুল কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

তবে শিবিরের গোপন তৎপরতা রুখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে ছাত্রলীগ তাদের অন্যান্য কর্মকাণ্ড চালিয়ে যাবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন