মিয়ানমারকে এক লাখ রোহিঙ্গার তালিকা দিচ্ছে ঢাকা

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৭, ০৬:২২ পিএম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষের কাছে এক লাখ রোহিঙ্গার তালিকা আজই হস্তান্তর করা হচ্ছে। শুক্রবার(২৯ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং-১ ক্যাম্পে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় আ’লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে কুতুপালং-২ ক্যাম্পে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন মন্ত্রী।

সোনালীনিউজ/আতা