সমাবেশের অনুমতি দেয়া হয়নি বিএনপিকে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০১৮, ০৪:৫৬ পিএম

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি বিএনপিকে দেয়নি ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। ৫ জানুয়ারি উপলক্ষ্যে  ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন করতে ৪ জানুয়ারি সমাবেশ করতে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চেয়েছিল দলটি।

বৃহস্পতিবার(৪ জানুয়ারি) এজন্য ডিএমপির পক্ষ থেকে বিএনপি ডাকা হয়েছিল। কিন্তু বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল ডিমপিতে গেলে তাদের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।

বিকেলে এ্যানীর নেতৃত্বে বিকেল বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়। পরে উপস্থিত সাংবাদিকদের এ্যানী জানান, শুক্রবার(৫ জানুয়ারি) দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে ৪ জানুয়ারি তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছিলেন, আগামী ৫ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে আমরা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবো।

সোনালীনিউজ/আতা