মৃত্যুর আগে একবার দলকে ক্ষমতায় দেখতে চাই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০২:৩৯ পিএম

ঢাকা : মৃত্যুর আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে আমি ভালোবাসি, জাতীয় পার্টি আমার প্রাণ। মৃত্যুর আগে একবার এ পার্টিকে ক্ষমতায় দেখতে পেলে মরেও শান্তি পাব আমি।’

দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে সোমবার (২২ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি দুদলই জাতীয় পার্টির সঙ্গে ভালো ব্যবহার করেনি। সবাই অবিচার করেছে। আমার ওপরে যে অত্যাচার হয়েছে, পৃথিবীর কোথাও কোনো দেশের রাজনৈতিক নেতা এ রকম নির্যাতিত, নিপীড়িত হননি।’

তিনি বলেন, ‘রংপুরের নির্বাচনের পর দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। পরিবর্তনের মেসেজ দিয়েছে। জাতীয় পার্টিকে আর কেউ ফেলনা মনে করে না। শক্তি অর্জন করো, সাংগঠনিকভাবে শক্তিশালী হও।’

তিনি বলেন, ‘আওয়ামী-বিএনপি দুই দলের নির্যাতনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। শান্তি, সুখ ও নিরাপত্তা চায়। শান্তির ও নিরাপত্তার ভরসার স্থান একমাত্র জাতীয় পার্টি।’

এরশাদ বলেন, জাতীয় পার্টির নয় বছরে দেশে কোনো গুম-খুন হয়নি, তাই দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের ওই সময়টাতে ফিরে যেতে চায়।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি আছে, সামর্থ্য আছে, জনবল আছে, মানুষের ভালোবাসা আছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশে তা প্রমাণ করতে হবে।

সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এটিইউ তাজ রহমান, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও মো. আজম খান প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই