আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৫:২১ পিএম

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আগাম নির্বাচন হতে পারে বলে কথা ভেসে বেড়াচ্ছে বাতাসে। তার জন্য প্রস্তুত আছি। যখনই নির্বাচন হোক জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুত রয়েছে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, এখন রাজনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা কিন্তু অস্থির নেই। আমরা ভালো আছি। আমাদের ওপর অনেক কিছু নির্ভর করছে। জীবনে সুযোগ বারবার আসে না, আল্লাহ এবার সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে।

এ কথা শুনে মুচকি হেসে এরশাদ বলেন, সব সময় জাতীয় পার্টি, জাতীয় পার্টি বলে এসেছি তো তাই বারবার জাতীয় পার্টি চলে আসছে।
তিনি বলেন, আপনারা লোক নিয়ে আসবেন। আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। কিন্তু কতটুকু পারবো জানি না। আপনারা জানেন তো আমরা ২৭ বছর ধরে ক্ষমতার বাইরে।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। প্রার্থী যাচাই-বাছাই অনেক দূর এগিয়েছে। তৃণমুল থেকেও মতামত নেওয়া হবে।

সোনালীনিউজ/জেএ