জাপার নির্বাচনী সফর বরিশালে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০৯:১৫ পিএম

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল গেছে জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে বরিশাল গেছেন দলটির প্রভাবশালী কয়েকজন নেতা। তাদের নেতৃত্বে আছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারে নেমেছে জাতীয় পার্টি (জাপা)। ইতোমধ্যে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি ময়মনসিংহ, ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুর সফর করেন। ঢাকায় ফিরে দলের প্রেসিডিয়াম সভাও করেন তিনি। প্রেসিডিয়াম সভার পর তার নির্বাচনী আসন ঢাকা-১৭ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন জাপা চেয়ারম্যান।

সর্বশেষ গত রোববার জাতীয় পার্টির নেতৃত্বে গঠিত সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকও করেন এইচ এম এরশাদ। আগামী ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে দলটি। এ সমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনে নিজের অবস্থান জানান দিতে চায় সংসদের বিরোধী দল।

এদিকে, আগামী নির্বাচনকে সমানে রেখে দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বরিশাল বিভাগে তিন দিনের সফরে গেছেন দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে বন ও পরিবেশমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা আমিন এমপি এ সফরে রয়েছেন। 

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, পহেলা ফেব্রুয়ারি পল্লীবন্ধু এরশাদ হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ নির্বাচনের প্রচার শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই সফর।

সোনালীনিউজ/জেএ