বিডিআর বিদ্রোহে নিহতদের শ্রদ্ধা জানাবে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৯:০৮ পিএম

ঢাকা: বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির। তিনি বলেন, প্রতিবারের মতো বিএনপির পক্ষ থেকে বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনের পক্ষে শ্রদ্ধা জানাবেন।

প্রসঙ্গত, রোববার (২৫ ফেব্রুয়ারি) বিডিআর বিদ্রোহের নয় বছর পূর্ণ হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। ওই দিনের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

সোনালীনিউজ/জেএ