আদাল‌তে সরকা‌রের ইচ্ছার প্রতিফলন ঘটেছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০১৮, ০৩:১৭ পিএম

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতকে আদাল‌তে সরকা‌রের ইচ্ছার প্রতিফলন ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ‌দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন ও মুক্তি প্রসঙ্গে তি‌নি এসব কথা ব‌লেন।

‌বিএনপি মহাসচিব ব‌লেন, আদাল‌তের কর্মকা‌ণ্ডে প্রমা‌ণিত হয় সরকা‌রের ইচ্ছার প্রতিফলন ঘট‌ছে। আজ‌কে বেগম খা‌লেদা জিয়া‌র হাই‌কো‌র্টের জা‌মিন স্থগিত ক‌রায় আমরা বিস্মিত হ‌য়ে‌ছি। গোটা দে‌শের মানুষ যা প্রত্যাশা করেনি তাই ক‌রে‌ছেন আদালত। 

‌তি‌নি ব‌লেন, আজ‌কে আদালত শুধু রাষ্ট্র ও দুদ‌কের বক্তব্য শু‌নে জা‌মিন স্থগিত ক‌রে‌ছেন। আদালত যে কোনো আদেশ দি‌তে পা‌রে, ত‌বে এক প‌ক্ষের বক্তব্য শু‌নে এ ধর‌নের আদেশ দেয়া যু‌ক্তিসঙ্গত নয়। এ ধর‌নের আদে‌শে দে‌শের মানুষ আদাল‌তের ওপর আস্থা হারা‌বে।

‌বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, সরকা‌রের মূল অস্ত্র মিথ্যা মামলা। এক‌টি ছক ক‌রে সারা দে‌শের বিএন‌পি নেতাকর্মী‌দের না‌মে মিথ্যা মামলা দেয়া হ‌চ্ছে। বিএন‌পির নেতাকর্মী‌দের না‌মে ৭৮ হাজার মামলায় সা‌ড়ে ১৮ লক্ষ আসামি করা হ‌য়ে‌ছে। বেগম খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে ৩৬ টি মামলা দেয়া হ‌য়ে‌ছে। এর মূল কারণ একটিই- বিএন‌পি‌কে নির্বাচ‌নের বা‌ইরে রাখা।

সংব‌াদ স‌ম্মেলনে আ‌রও উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবদীন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মাদ আলী প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এআই