প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছাত্রলীগের সম্মেলনস্থলে সংঘর্ষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১১, ২০১৮, ০৫:৪৯ পিএম

ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ মে) বিকাল ৪টায় উদ্যানের কালী মন্দিরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশের স্টেজে ছিলেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগ সাবেক সভাপতি ফকির রাসেলের অনুসারীদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি গ্রুপের সাথে প্রথমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি হলের ছাত্রলীগের নেতার যোগ দিলে দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এসময় কয়েকজনকে বাঁশ নিয়ে ছোটাছুটি করতেও দেখা যায়।

এদিকে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষের সময় সাধারণ কর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে আসার পর ছাত্রলীগের এ সংঘর্ষের ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করেছে সিনিয়র কয়েকজন নেতা।

সোনালীনিউজ/এমটিআই