অক্টোবরে নির্বাচনকালীন সরকার, ছোট মন্ত্রিপরিষদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০৩:০৪ পিএম

ঢাকা : আগামী অক্টোবর মাসেই নির্বাচনকালীন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে এবং এ ক্ষেত্রে মন্ত্রিপরিষদ ছোট হবে।

বুধবার (২০ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদপরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা জানান।

তবে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচনকালীন সরকার বলতে নতুন কোনো সরকার গঠিত হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবে। তবে মন্ত্রিপরিষদের আকার ছোট হবে।

সোনালীনিউজ/এমটিআই