বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৮, ০২:২০ পিএম

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২২ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে একথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলে ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ না নিয়ে সহিংসতার পথ বেছে নিয়েছিল। আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোন সংলাপের প্রয়োজন নেই।’

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন