পাঁচদিনের সফরে সিঙ্গাপুরে এরশাদ

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০১৮, ০৪:২৫ পিএম
ফাইল ফটো

ঢাকা: নিয়মিত মেডিকেল চেকআপের জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (৯ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি-০০৮৪) একটি ফ্লাইটে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এরশাদ।

মেডিকেল চেকআপ শেষে এইচ এম এরশাদ শনিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় দেশে ফিরে আসার কথা রয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফর সঙ্গী হিসেবে থাকবেন- জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মেজর মো. খালেদ আখতার (অব.) ও শফিকুল ইসলাম সেন্টু।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম