মানবাধিকার লঙ্ঘন ইস্যু: যে পদক্ষেপ নিচ্ছে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০৯:১৩ পিএম

ঢাকা: দেশে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে দলীয় অবস্থান ব্যাখ্যা করতে আগামী বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বিএনপি। বিষয়টি সমন্বয় করছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

স্থায়ী কমিটির সূত্র জানায়, সম্প্রতি সংঘটিত কোটা সংস্কার চেয়ে ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা, মাদক নির্মূল করতে গিয়ে ‘বিনা বিচারে মানুষ হত্যা’র বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।

গোলটেবিল আলোচনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া সরকারের বিরুদ্ধে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গোলটেবিলে অংশ নেবেন। এতে দলের একজন সদস্য মূল প্রবন্ধ পাঠ করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে গোলটেবিলটি অনুষ্ঠিত হবে।’আরেক সদস্য বলেন, ‘একটি পেপার প্রেজেন্টেশন থাকবে। প্রেজেন্টেশনের পর মুক্ত আলোচনা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারাও থাকবেন। দেশের বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কূটনৈতিক কোরের অন্যতম সদস্য ও ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মেজর মানবাধিকার লঙ্ঘনগুলো নিয়ে আলোচনা হবে। গোলটেবিল আলোচনা হবে। অনেকে আমন্ত্রিত হয়েছেন।’

সোনালীনিউজ/জেএ