‘২০০১ এর মতো নীল নকশার নির্বাচন আর হবে না’

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৬:৫৩ পিএম

চট্টগ্রাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি যতই রঙ্গিন স্বপ্ন দেখুক, ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন আর হবে না।

বৃহস্পতিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নির্মাণাধীন পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাম্প্রতিক ভারত সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে ভারত সরকারের সঙ্গে কোনো কথা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকার বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সব দলকে নির্বাচনে আনতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে লেভেল প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। এখানে সরকারের করণীয় কিছু থাকবে না। তবে নির্বাচন কমিশন যে বিষয়ে সহযোগিতা চাইবে, সরকার সেটা করে দেবে।

সোনালীনিউজ/জেএ