যেকোনো পরিস্থিতিতে ভারত সহায়তা করবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ১২:১২ পিএম

ঢাকা : বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে ভারত সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে ঢাকা সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক শেষে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ-ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রীরা।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দেশের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন বাংলাদেশে থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমরা ভারতকে জানিয়ে দিয়েছি বাংলাদেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসীদের দেওয়া হবে না।’ রিজওয়ানাল সিকিউরিটি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই দেশই এ বিষয়ে সহায়তা করছে। বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে ভারত সহায়তা করবে, বলে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।’

বঙ্গবন্ধুর দুই জন খুনি ভারতে আত্মগোপন করে আছে তাদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারতকে বিষয়টি জানিয়েছি। তারা বলছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে তারা। খুনিদের ধরতে তারা বাংলাদেশের পাশে থাকবে।’

‘বৈঠকে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও আমাদের এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তা বাস্তবায়ন হতে যাচ্ছে। বাংলাদেশ চাইলে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আগ্রহী ভারত। তারা বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাস দমনে নেওয়া পদক্ষপগুলোকে স্বাগত জানিয়েছে’, উল্লেখ করে মন্ত্রী।

মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও বয়স্ক নাগরিকদের ভিসা প্রদানে কার্যক্রম সহজ করতে চুক্তি স্বাক্ষর হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বছরে ৩০ লাখ বাংলাদেশের নাগরিক চিকিৎসাসহ নানা কাজে ভারত ভ্রমণ গিয়ে থাকে। ভিসা পাওয়াসহ বিভিন্ন ঝামেলার সম্মুখীন হন তারা। এসব সহজ করার পদক্ষেপ নেবে ভারত। এছাড়া যখনই কোনো সমস্যা আসবে তখনই দু’দেশ ঐক্যবদ্ধভাবে তা সমাধান করবে বলে আলোচনা হয়েছে।’ এছাড়া রাজশাহীতে দু‘টি ভবন নির্মাণেও আরেকটি চুক্তি হয়েছে বলে জানান মন্ত্রী।

মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ভারত সহযোগিতার হাত বাড়াবে বলেও আশ্বস্ত করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘মাদক নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল আসা কমেছে। ভারতে যেসব জায়গায় ফেনসিডিল তৈরি হতো সে সব কারখানা বিএসএফ বন্ধ করে দিয়েছে। তারা এ বিষয়ে তৎপর আছে। আমাদের সীমান্তবর্তী এলাকায় টহলের জন্য রাস্তা নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানেও ভারত সাহায্য করবে। এতে, যাতে করে মানবপাচার, চোরাচালাক, মাদক সমস্যাসহ অন্যান্য বিষয় রোধ করা সহজ হবে।’

এই বৈঠকটি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ষষ্ঠ বৈঠক। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসেন। সেদিন সকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর পূজা-অর্চনার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যান। সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে রওয়ানা হয়ে বৈঠকে অংশ নেন। গতকালই তার সফরের শেষ দিন ছিল।

সোনালীনিউজ/এমটিআই