‘পিয়নের চাকরি পেতেও ১০ লাখ টাকা ঘুষ’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০১৮, ০২:৩৪ পিএম

ঢাকা: দেশে সামান্য পিয়নের চাকরি পেতেও ১০ লাখ টাকা ঘুষ লাগে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, অনেকেই বলেন সরকারি চাকরি পেলে কোটি টাকা কামানো যায়। এজন্য ছোট চাকরিতেও ঘুষ দেয়। বড় চাকরি হলে আরও বেশি টাকা দিতেও প্রস্তুত থাকে।

সোমবার (২৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটেরিয়ামে অনলাইন উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় দেশে ব্যবসা বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রে দলবাজি ও আমলাতান্ত্রিক জটিলতা সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের জন্য পুঁজির যোগান দিতে ব্যাংকগুলোকে ঋণ দেয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, চমৎকার সব উদ্যোক্তাদের পথে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে তদবীরবাজ, চাঁদাবাজ, দলবাজ, টেন্ডারবাজ এবং আমলাতান্ত্রিক জটিলতা। খামাখা হয়রানি করে আমলারা। এই বাধাগুলোকে অতিক্রম করে আপনাকে উদ্যোক্তা হতে হবে। আমি মনে করি, সামাজিক এই বাধাগুলোকে অতিক্রম করতে রাষ্ট্রের উচিৎ এতে হস্তক্ষেপ করা।


সোনালীনিউজ/ঢাকা/আকন