নিজের ‘উস্কানিমূলক’ অডিও নিয়ে যা বললেন খসরু

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০১৮, ০৬:৫৩ পিএম

ঢাকা : চলমান নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে দলীয় কর্মীদের ‘নির্দেশনা দিচ্ছেন’ বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী; সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন অডিও ক্লিপের বিষয়ে সময় নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

বিষয়টি পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন থাকলেও সেখানে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

আমির খসরু বলেন, ‘এটা তাদের আন্দোলন, তারা করছে। এখানে আমাদের সংশ্লিষ্ট হওয়ার কোনো সুযোগই নেই। সবাই যেভাবে আন্দোলনকে সমর্থন দিয়েছে, আমরাও সেভাবেই সমর্থন দিয়েছি।’

তিনি বলেন, ‘আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এখানকার সংশ্লিষ্টতা নিয়ে আমি কেন ফোনালাপ করব। আমি কেন কুমিল্লায় ফোনালাপ করব। আমি তো ওখানে কাউকে চিনিও না।’

এর আগে, শনিবার (০৪ আগস্ট) দুপুরে ওই ফোনালাপ ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই