‘আ. লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৫:৪৯ পিএম

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি।

বৃহস্পতিবার (২০ সেপ্টম্বর) তিন দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া বিএনপি নির্বাচনে আসলে এরশাদ আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন বলে নিশ্চিত করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান নিজে এবার তিন আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

এরশাদ বলেন, তিনি ঢাকা-১৭ ও রংপুর-৩ ও অন্য একটি আসন থেকে দাঁড়াবেন।

তিনি আরো বলেন, ‘ আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি। এর মধ্যে ৭০ আসন তো পেতে পারি।’

জাতীয় ঐক্যে বিএনপির যোগ দেওয়া প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, যদি বিএনপি আসে, আমি তো আওয়ামী লীগের সঙ্গেই থাকব।

এ সময় এরশাদের সঙ্গে ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

সোনালীনিউজ/এমএইচএম