মির্জা আব্বাসের ওপর হামলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৮, ০৭:২৩ পিএম

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর গণসংযোগ চালানোর সময় হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচার কাঁচাবাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

৩০/৪০ জন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। হামলাকারীদের হাতে লাঠি, লোহার রড, চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে আহতদের কয়েকজন অভিযোগ করেন।

পরে দুপুরে মির্জা আব্বাস তার শাজাহানপুরস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের নিয়মতান্ত্রিক নির্বাচনী প্রচারণার কার্যক্রমে আওয়ামী লীগ এভাবে সহিংস আক্রমণ চালাবে আমি ভাবতেও পারিনি। নির্বাচনী প্রচারণা কার্যক্রমে হামলা চালিয়ে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে আহত করে। অন্যদিকে এই আহত নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

তিনি সংবাদ সম্মেলনে আহত নেতাকর্মীদের মাথায়, পিঠে, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন সাংবাদিকদের দেখান।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, সেগুনবাগিচায় মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার শুরু কীভাবে ও শেষ পরিণতি কী হয়েছে তা জানার পর আমরা বিস্তারিত বলতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর