নির্বাচনে ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ০১:৩০ পিএম

ঢাকা: আগামী একাদশ সংসদ নির্বাচনে জয়ী হলে ১৪টি প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে এসেছে এসব প্রতিশ্রুতি।

নির্বাচনে জিতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় ঐক্যফ্রন্ট রাষ্ট্রের সকল নাগরিকের কল্যাণে সরকার পরিচালনা করবে।

সোমবার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন ইশতেহারের বিস্তারিত তুলে ধরেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

নিম্নলিখিত প্রতিশ্রুতিগুলো তুলে নিচে তুলে ধরা হলো-

১. প্রতিহিংসা ও জিঘাংসা নয়, জাতীয় ঐক্যই লক্ষ্য

২. নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা

৩. ক্ষমতার ভারসাম্য

৪. ক্ষমতার বিকেন্দ্রীকরণ

৫. দুর্নীতি দমন ও সুশাসন

৬. কর্মসংস্থান ও শিক্ষা

৭. স্বাস্থ্য

৮. জীবনযাত্রার মান উন্নয়ন

৯. বিদ্যুৎ ও জ্বালানী

১০. প্রবাসী কল্যাণ

১১. নিরাপদ সড়ক ও পরিবহন

১২. প্রতিরক্ষা ও পুলিশ

১৩. পররাষ্ট্র নীতি

১৪. জলবায়ূ পরিবর্তন

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন