বাংলাদেশ আওয়ামী লীগ

ইশতেহার ঘোষণা করছেন শেখ হাসিনা

  • এম সুজন আকন, স্পেশাল করেসপন্ডেন্ট | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ১০:৪২ এএম

ঢাকা: ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’- এই শ্লোগানে নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এই ইশতেহার প্রকাশ করছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশি-বিদেশি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেকশনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে একটি ছোট ডকুমেন্টারি উপস্থাপন করা হচ্ছে।

আওয়ামী লীগের এবারের ইশতেহারের বাকি অঙ্গীকারগুলো হচ্ছে-
-প্রতিটি বিভাগে আইটি পার্ক গড়ে তোলা হবে।
-সংসদ মানবাধিকার কমিশন দুদক গণমাধ্যম ও বিচার বিভাগকে আরো শক্তিশালী করার অঙ্গীকার।
-মানবাধিকার লঙ্ঘনে যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করা হবে।
-প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
-পাঁচ বছরে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছাবে।
-তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
-আগামী পাঁচ বছরে  জিডিপি ১০ শতাংশে উন্নীত করা হবে।
-২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে।
-প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে।
-১ কোটি ২৮ লাখ নতুন কর্মসংস্থান হবে।
-ইন্টারনেটে তথ্যপ্রযুক্তির সারাদেশে পৌঁছানো হবে।
-যুবসমাজকে শুসংঘটিত সুশৃংখল ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।
-পদ্মা সেতুর দুই পারে আধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে।
-নারী পুরুষ শ্রমিকদের বেতন বৈষম্য দূর করা হবে।
-সকল বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।
-ঢাকা ও বিভাগীয় শহরের মধ্যে বুলেট ট্রেন চালু করা হবে।
-২০২১ সালের মধ্যে ৫জি চালু করা হবে।
-সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
-প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
-সশস্ত্রবাহিনীকে রাখার নীতি অব্যাহত থাকবে সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
-পাঁচ বছরের মধ্যে প্রতিটি গ্রামকে শহরের সুবিধা পৌঁছে দেয়া।
-অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠান উপস্থাপন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।


সোনালীনিউজ/ঢাকা/আকন