ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৮, ০৩:৪১ পিএম

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও সাবেক মন্ত্রী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ছয়বারের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হয় গত রাতে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। ড. ফজলে রাব্বী জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গাইবান্ধা-৩ আসনে নির্বাচন পেছানোর বিষয়টি গণমাধ্যমকে জানান।

টিআই ফজলে রাব্বী চৌধুরীর মৃত্য সনদ পেলে ওই আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব।


সোনালীনিউজ/ঢাকা/আকন