বিএনপির তিনজনের প্রার্থিতা বাতিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৮, ০৪:৩০ পিএম

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের তিনজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন আদালত।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে ওইসব আসনের আওয়ামী লীগ প্রার্থীদের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাতিল হওয়া বিএনপির প্রার্থীরা হলেন-নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ ও নরসিংদী-৩ আসনে সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও শাহ মঞ্জুরুল হক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগে মনোনয়নপত্র দাখিল করায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ), নরসিংদী-৩ আসনের বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে রুল জারি করেছেন হাইকোর্ট। ফলে তারা আর নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোনালীনিউজ/এমএইচএম