প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকছেন না এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ০১:০২ পিএম

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশা‌দের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বি‌শেষ দূত নি‌য়ো‌গ বা‌তিল ক‌রে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভো‌টে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। গত ৭ জানুয়া‌রি প্রধানমন্ত্রী ছাড়া ৪৬ সদ‌স্যের ম‌ন্ত্রিসভা গঠন ক‌রে‌ দল‌টি।

এরপর বৃহস্পতিবার কার্যপ্রণালি বিধি অনুযায়ী এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

২০১৩ সালে গ‌ঠিত ম‌ন্ত্রিসভায় ম‌ন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বি‌শেষ দূত নি‌য়োগ পান এরশাদ।


সোনালীনিউজ/ঢাকা/আকন