এরশাদের স্বাস্থ্যের অবনতি, নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৯, ০৩:১৫ পিএম

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাস্থ্যের অবস্থা আগের থেকে অবনতি হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন।

আগামীকাল রবিবার দুপুর ১২টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘স্যারের স্বাস্থ্যের অবস্থা আগের থেকে অবনতি হয়েছে। আগামীকাল রবিবার তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সেখানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিবেন।’

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে বা চিকিৎসার জন্য বিদেশে থাকাকালে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এই নিয়োগ দিয়েছেন। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন