সিঙ্গাপুর থেকে রাতে দেশে ফিরছেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ০৭:১৩ পিএম

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় দেশে ফিরবেন। তার প্রেস সচিব এই তথ্য জানিয়েছেন।

এরশাদের প্রেস সচিব জানান, সিঙ্গাপুরের হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে। হুইল চেয়ার ব্যবহার করলেও এখন তিনি ধীরে ধীরে হাঁটতে পারছেন। শারীরিকভাবে সুস্থ বোধ করলে মঙ্গলবারের সংসদ অধিবেশনে যোগ দেবেন এরশাদ।

এর আগে ২০ জানুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদ-এর স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন। এরপর ২০ জানুয়ারি চিকিৎসা নিতে আবারও সিঙ্গাপুর যান তিনি।

সোনালীনিউজ/এমটিআই