ফখরুলের আসনে লড়বেন হিরো আলম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১১, ২০১৯, ০৫:৩৩ পিএম

ঢাকা: বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ে শপথ না নেয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ওই আসনে উপ-নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

শনিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, সম্প্রতি আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

হিরো আলম আরো বলেন, আমার বাসা বগুড়া-৬ আসনেই। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লড়বেন ভেবে তাকে সম্মান দেখিয়ে আসনটিতে লড়িনি, পরে যদিও মির্জা ফখরুল দাঁড়ান। যেহেতু উপনির্বাচনে খালেদা জিয়ার লড়ার আর সুযোগ নেই তাই এবার এখান থেকেই ভোট করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি গত ৩০ এপ্রিল শূণ্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী এই উপনির্বাচনের ভোট হবে আগামী ২৪ জুন। এই আসনে ভোটগ্রহণ হবে ইভিএম মেশিনে।

সোনালীনিউজ/এমএইচএম