ইনুর তথ্য দেশের অস্তিত্ব নিয়ে টান দেয়ার মতো: আলাল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৬, ০২:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশে জঙ্গি অস্তিত্ব নিয়ে বিদেশি সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া তথ্য জাতির জন্য ‘আতঙ্কজনক’ এবং ওই তথ্য দেশের অস্তিত্ব নিয়েও টান দেওয়ার মতো।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন সংঘাত ও জনগণের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে ‘জিয়া নাগরিক ফোরাম’ দক্ষিণ শাখা।

আলাল বলেন, ‘ইনু সাহেব বলেছেন, প্রয়াত ওসামা বিন লাদেনের কাছে সরাসরি প্রশিক্ষণ নিয়ে প্রায় আট হাজার জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে। তারা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারা যে কোনো সময়ে বাংলাদেশে বড় ধরনের ঘটনা ঘটাবে।’

তিনি বলেন, ‘মন্ত্রী পরিষদের একজন সদস্য যদি এই কথা বলেন, তাহলে এটি সরকারের কথা হয় এবং দেশের কথা হয়। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইএসের কোনো অস্তিত্ব নেই। তাহলে তার (স্বরাষ্ট্রমন্ত্রী) কথা সত্য না কি ইনুর কথা সত্য, এই প্রশ্ন স্বাভাবিকভাবে জাগে।’

আলোচনা সভায় আলাল বলেন, ‘ইনু সাহেবকে কামাল সাহেবের হাতে তুলে দেওয়া হোক অথবা রিমান্ডে নিয়ে আট হাজার জঙ্গির তালিকা তার কাছ থেকে নেওয়া হোক।’

আন্দোলন-সংগ্রামে না থেকে বিএনপি সরকারকে ছাড় দিচ্ছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যখন ধার ফেরত চাওয়া হবে, তখন সুদে-আসলে তা ফেরত দিতে হবে।’

তিনি বলেন, ‘আগামীর জাতীয় নির্বাচন হাসিনা সরকারের অধীনে হবে না। তাকে সরকার প্রধান রেখে এই নির্বাচন সম্ভব নয়।

আলাল বলেন, ‘সরকার চুনোপুটি আটক করে কারাগার ভরে ফেলছে। এই সরকারের সময়ে আইন আছে, শাসন আছে। কিন্তু আইনের শাসন নেই। এখন ছোট ছোট কমকর্তা আটক হচ্ছে, কিন্ত বড় দুর্নীতিবাজরা আড়ালে থেকে যাচ্ছে। তা না হলে কেন বেসিক ব্যাংকের বাচ্চু এখানো নিরাপদে বাইরে আছে? সাজাপ্রাপ্ত আসামি মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল হাসান, আ ক ম মোজাম্মেল হকের মতো দণ্ডিত আসামিদের আশ্রয়স্থল মন্ত্রিপরিষদে হয় কী করে?’

 তিনি বলেন, ‘বাঘের আশ্রয়স্থল হচ্ছে সুন্দরবন আর বাংলাদেশের সমস্ত চোর ও ডাকাতদের আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘হাসান মাহমুদের মন্ত্রিত্ব গেছে জলবায়ু তহবিলের টাকা আত্মসাতের দায়ে। এখন প্রতিনিয়ত একেকটা কথা বলে মানুষের কাছে হাস্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।

সোনালীনিউজ/এমএইউ