কোন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কতটুকু?

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৯, ১০:৫২ পিএম

ঢাকা: একটা সময় ছিল মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাসি তামাশা হতো। নানা কথা উঠতো তাদের বক্তব্য বিবৃতি নিয়ে। কিন্তু আওয়ামী লীগের এবারের মন্ত্রিসভার দিকে তাকালে রীতিমতো আপনার তৃপ্তই হতে হবে। মেধাবী এবং উচ্চ শিক্ষিত ঠাসা এই মন্ত্রিসভা। তরুণ প্রজন্ম যারা উচ্চ শিক্ষিত হয়ে রাজনীতিকে নাক ছিটকিয়েছে, তাদের জন্য আদর্শ হতে পারে এই মন্ত্রিসভা। মন্ত্রিসভার সকল সদস্যই উচ্চ শিক্ষিত। দেখা যাক কয়েকজন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি..

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ করেছেন।
- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ করেছেন।
- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স। ইষ্ট অ্যাঞ্জেলিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পারডু ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন।
- পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ। পিএচডি সম্পন্ন করেছেন বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে।
- তথ্যমন্ত্রী হাছান এমএসসি (রসায়ন) করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অব লিমবার্গ (এনভায়নমেন্টাল ক্যামিস্ট্রি) থেকে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে তিনি এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর এখনো খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেন।
- আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ করেছেন। এএলএম করেছেন কিংস কলেজ লন্ডন থেকে।
- অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (হিসাববিজ্ঞান) এবং ল ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেলোশিপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
- স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম অর্থনীতিতে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
- শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি এমবিবিএস , ঢাকা মেডিকেল কলেজ। মাস্টার্স অব ল, ইউনিভার্সিটি অব লন্ডন। পাবলিক হেলথ, জন হপকিন্স ইউনিভার্সিটি।
- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ।
- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বি. এ পাশ করেছেন।
- সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বি. কম।
- গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বি. এ অনার্স। ব্যারিস্টারি পড়েছেন বিদেশে।
- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরি জাবেদ বি. বি. এ করেছেন দেশের বাইরে থেকে।
- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান নটর ডেম কলেজ থেকে ইন্টার পাশ করে বুয়েট (স্থপতি) থেকে পাশ করেছেন।
- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিএ (বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয়। মাস্টার্স (সাংবাদিকতা) ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোনালীনিউজ/এইচএন