মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী

  • মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১, ২০১৬, ০৪:৪৬ পিএম

মালয়েশিয়া : মালয়েশিয়ার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর হোটেল ইস্তানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা ও বাংলা সাহিত্যে তাঁদের অবিস্মরণীয় অবদান স্মরণ করা হয়। তাঁদের জীবন ও কর্মের ওপর আলোচনা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের লেবার উইং ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা।

সভাপতির বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শহীদুল ইসলাম বাংলা সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দিয়ে বিশেষ মর্যাদার আসনে আসীন করতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদা দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন হাইকমিশনার।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী ও মালয়েশিয়ায় বসবাসকারী বিভিন্ন শ্রেনী পেশার বাংলাদেশিরা পরিবারের সদস্যদের নিয়ে জন্ম জয়ন্তী অনুষ্ঠান উপভোগ করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন