কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৮:৫৬ এএম

ঢাকা: কানাডার টরন্টোয় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে এগারোটার দিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। খবর সিবিসির

খবরে বলা হয়েছে, বাংলাদেশি চার শিক্ষার্থী একই গাড়িতে ছিলেন। তারা সবাই শিক্ষার্থী ভিসায় টরন্টোতে বাস করেন। তবে পুলিশের পক্ষ থেকে হতাহতদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের পরিবারকে জানানো হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ বছর ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।

টরন্টো পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা জরুরি কল পান। সেখানে একটি গাড়ি উল্টে গিয়ে আগুন ধরে যায়।

টরন্টো ফায়ার সার্ভিসেস জানিয়েছে, আগুন নেভাতে এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে অগ্নিনির্বাপকরা কাজ করেছিলেন।

প্যারামেডিকরা নিশ্চিত করেছেন যে, ঘটনাস্থলে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে,এবং আরও দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওপিপি নিশ্চিত করে যে, তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে তদন্ত অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/এম