মালয়েশিয়ায় ৪ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৬, ০৪:৫৩ পিএম

সোনালীনিউজ ডেস্ক

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি অভিবাসীসহ মোট ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার ওপস সাপুতে এক অভিযানে তাদের আটক করা হয়। ও্ইদিন রাতে শ্রমিকদের এক হোস্টেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাতু পাহাত এবং কেলুয়াং ইমিগ্রেশন অফিসকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় জোহর ইমিগ্রেশন বিভাগ। অভিযানের নেতৃত্বে থাকা জোহর পুলিশের উপ-সহকারী পরিচালক রাশদিন রহমাত জানান, আটককৃতদের মধ্যে চারজন বাংলাদেশি, একজন নেপালি এবং ৫৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।
তিনি আরো জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন এ্যাক্ট-১৯৬৩ অনুযায়ী তদন্ত করা হবে। এসব অভিবাসীদের বয়স ৪৯ থেকে ৬২ বছরের মধ্যে। আটক হওয়াদের সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এইচএআর