১৪৪ ধারা কেড়ে নিলো দুই যুবকের প্রাণ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৭, ০৭:৫১ পিএম

ঢাকা: সংসারে সচ্ছলতা আনার জন্য সৌদি আরব গিয়েছিলেন কিশোরগঞ্জের শামীমম আহমেদ (৪০) ও মো. শাহপরান (২৭)। তাদের স্বপ্ন ছিল—ছেলে-মেয়েদের ভালোভাবে পড়ালেখা করাবেন। কিন্তু সে স্বপ্ন কেড়ে নিলো সামান্য ভুল।

শামীম ও শাহপরানের স্বজনরা জানান, ১৪ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন শাহপরান। এক বছর আগে দেশে আসেন। এরপর বিয়ে করে ছয় মাস আগে আবার তিনি সৌদি আরব চলে যান। আর শামীম চার মাস আগে সৌদি আরব যান। সেখানে তিনি আকামা জটিলতায় পড়েন।

গত ৬ জুন রাত সাড়ে নয়টার দিকে আকামা সমস্যা সমাধানের জন্য মাইক্রোবাসে করে শামীম, শাহপরান ও মাহবুবুর আলকাতিফ এলাকায় যান। কিন্তু ওই এলাকায় তখন ১৪৪ ধারা চলছিল, তারা জানতেন না। পুলিশ তাঁদের থামতে বলেন। কিন্তু তারা ভরে দ্রুত পারিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তারা তিনজন গুলিবিদ্ধ হন। এতে শামীম ও শাহপরান মারা যান। মাহাবুব হাসপাতালে চিকিৎসাধীন।

শামীম ও শাহপরান ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়ার বাসিন্দা।

সোনালীনিউজ/ঢাকা/জেএ